যেভাবে পাবেন মেট্রোরেলের কার্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২


যেভাবে পাবেন মেট্রোরেলের কার্ড
মেট্রোরেলের টিকেট কাউন্টার- ছবি: সংগৃহীত

মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। তবে সাধারণ যাত্রীরা এই রেলে চড়তে পারবেন আগামীকাল বৃহস্পতিবার থেকে।


ডিএমটিসিএল জানিয়েছে, শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে টিকিট কাটা যাবে। এই পথের ভাড়া গুনতে হবে ৬০ টাকা। 


প্রথম দিকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে। স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড। শুরুতে মেট্রোরেল স্টেশন থেকেই এই কার্ড কিনতে হবে। পরে পর্যায়ক্রমে স্টেশনের বাইরে কার্ড বিক্রির জন্য কিছু প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে হবে ২০০ টাকা দিয়ে। এই কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে।


স্থায়ী কার্ড পেতে নিবন্ধন করতে হবে। ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিংক দেওয়া হবে।