মেট্রোরেলে মুক্তিযোদ্ধাদের লাগবে না ভাড়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২২
মেট্রোরেলে যাতায়াত করতে বীর মুক্তিযোদ্ধাদের কোনো ভাড়া লাগবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ডিসেম্বর) স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন শেষে ব্যক্তবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী আরও জানান, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে থাকছে বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্যও নানা সুযোগ-সুবিধা থাকছে এই আধুনিক পরিবহন সেবায়।
তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম, ঢাকাবাসীকে, আরেকটি পালক সংযোজিত করতে পারলাম।’
জেবি/এসবি