‘আমরা বীরের জাতি, চোরের জাতি নই’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৭ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২২
বাঙালি বীরের জাতি, চোরের জাতি নয় বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু করে বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ‘ইয়েস উই ক্যান'। মেট্রোরেল করে তিনি আবারও প্রমাণ করেছেন, ‘ইয়েস ইউ ক্যান'। কেন আমরা পারবো না? আমরা বীরের জাতি। বিশ্বব্যাংক অপবাদ দিতে পারে, তারা অপবাদ দিয়েছে। আমি বলতে চাই, আমরা বীরের জাতি, চোরের জাতি নই।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ বাংলাদেশের জনগণের জন্য আনন্দের একটি দিন। রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণের দিন। প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য এবং সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ একের পর এক অর্জন করছে স্বাধীনতার সুবর্ণ ফসল।
বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর দিয়াবাড়ীতে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আপনার, আপনার সরকারের সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরেকটি হিরণ্ময় পালক। তাই আজ দিকে দিকে ধ্বনিত হচ্ছে শেখ হাসিনার অর্জন, গণপরিবহনে মেট্রোরেল সংযোজন।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে রাজধানী উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।