প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটলো স্বপ্নের মেট্রোরেল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২২


প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটলো স্বপ্নের মেট্রোরেল
প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটলো স্বপ্নের মেট্রোরেল- ছবি: পিআইডি

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছুটেছে স্বপ্নের মেট্রোরেল। এর মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায় সূচিত হয়েছে।


বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে উত্তরা থেকে ছেড়ে যায় মেট্রোরেল। এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে রেলে ওঠেন শেখ হাসিনা।


এদিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত কোচের দরজায় ফিতা কেটে ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী।


এ ভ্রমণে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক যাত্রী। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী মেট্রোরেলের চালক ছিলেন মরিয়ম আফিজা।


প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর ভ্রমণসঙ্গী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাককর্মী, রিকশা চালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।