মেট্রোরেলে ভ্রমণ শেষে উচ্ছ্বাস প্রকাশ করলো মন্ত্রীরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫২ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২২


মেট্রোরেলে ভ্রমণ শেষে উচ্ছ্বাস প্রকাশ করলো মন্ত্রীরা
মেট্রোরেলে ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম- ছবি: সংগৃহীত

মেট্রোর যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে যাত্রা করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী। 


এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, মেট্রোরেলের মাধ্যমে নতুন এক যুগে প্রবেশ করল বাংলাদেশ। উত্তরা থেকে আগারগাঁও আসতে আগে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগত। এখন মনে হলো চোখের পলকে চলে এলাম। 


এদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশের একজন নাগরিক হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করছি। জাতির পিতার কন্যার নেতৃত্বে মেট্রোরেল বাংলাদেশের অভূতপূর্ব এক অর্জন।