কুমিল্লায় ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২২
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় প্রাইভেটকার ভর্তি গাঁজা পাচারকালে ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা থানার থানাধীন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে দিঘীরপাড় কাউনিয়া মুড়ি এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দাতপুর গ্রামের মোঃ বাবুল মোল্লার ছেলে জুয়েল রানা (২৩) বাঙ্গরা থেকে বিষ্ণুপুর বাজার সড়ক পথে একটি সাদা প্রাইভেটকারে মাদকদ্রব্য গাঁজা বহন করিয়া যাওয়ার পথে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সময় দিঘীরপাড় কাউনিয়া এলাকায় ব্রিজের পাকা রাস্তার ওপর পৌঁছালে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করলে গাড়ী থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার পথে একজনকে আটক করে পরে প্রাইভেটকারটিতে তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার ও প্রাইভেটকারটিকে জব্দ করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
আরএক্স/