হবিগঞ্জে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এর আগে বুধবার (২২ ডিসেম্বর) হবিগঞ্জে বিএনপির নির্ধারিত সমাবেশে নগরের শায়েস্তানগর এলাকায় মিছিল নিয়ে যাওয়ার সময় সমর্থকদের সাথে এ সংঘর্ষের সূচনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দিয়েছিলো বিএনপি। সেই সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে হবিগঞ্জে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সেই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় সমর্থক ও নেতাকর্মীদের মুখোমুখি হয় পুলিশের সাথে। ওই সময় পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা গড়ায় সংঘর্ষে।
ত্রিমুখী ওই সংঘর্ষে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে সমর্থকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সংঘর্ষের পর বিএনপির নির্ধারিত সমাবেশটি বাতিল করা হয়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
