কমছে তাপমাত্রা, কয়েক জেলায় শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দেশের
বিভিন্ন স্থানের তাপমাত্রা কমেছে। গত ১২ ঘণ্টার ব্যবধানে ২ থেকে
৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
রবিবার
(৬ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।
এদিন
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী, পঞ্চগড়, কুঁড়িগ্রাম,
যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহ এবং সীতাকুন্ডু উপজেলার উপর দিয়ে মৃদু
শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ
করতে পারে।
এছাড়া
দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে
পারে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে
আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায়
মাঝারী থেকে কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
ওআ/