সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
উপমহাদেশের
বিশিষ্ট সঙ্গীতজ্ঞ লতা মঙ্গেশকরের মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করেছেন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার
(৬ ফেব্রুয়ারি) পৃথক পৃথক শোক
বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রয়াত
লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিন
রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ
করেছেন ৯২ বছর বয়সী
এই শিল্পী।
এর
আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের
ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছিল।
সেখানে বলা হয়েছে, লতা মঙ্গেশকরের শারীরিক
অবস্থার আবার অবনতি হয়েছে।
প্রায়
চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি
ছিলেন তিনি। সম্প্রতি অবস্থার উন্নতিও হয়েছিল। কিন্তু শনিবার আচমকা তার শারীরিক অবস্থার
অবনতি হতে শুরু করে।
দিতে হয় ভেন্টিলেশনে।
আনন্দবাজার জানায়, কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি।