আশি বছরে পা রাখলেন রাষ্ট্রপতি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৩ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩


আশি বছরে পা রাখলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

আশি বছরে পা রেখেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।


চীনের প্রেসিডেন্ট শি জিন পিং জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


কিশোরগঞ্জের হাওরবেষ্টিত মিঠামইন উপজেলার দুর্গম কামালপুর গ্রামে হাজী মো. তায়েব উদ্দিন, তমিজা খাতুনের ঘরে জন্ম নেন মো. আবদুল হামিদ। আবদুল হামিদ নিকলী জিসি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ঐতিহ্যবাহী গুরুদয়াল কলেজ থেকে আইএ পাস করেন। পরে একই কলেজে বিএ শেষে ঢাকা ল’ কলেজ থেকে অর্জন করেন এলএলবি ডিগ্রি।


এখন পর্যন্ত ৭ বার ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। মো. আবদুল হামিদ দক্ষিণ এশিয়ার একমাত্র ব্যক্তি, যিনি টানা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতির আসন অলংকৃত করেন।

জেবি/ আরএইচ/