গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই হবে ক্ষমতা হস্তান্তর: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশের ক্ষমতা হস্তান্তর হবে একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই। অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের অপচেষ্টা সফল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই দায়িত্ব হস্তান্তর হবে—ক্ষমতায় যেই আসুক। অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দি-ফিকির ৫ আগস্টের মতোই প্রতিরোধের মুখে পড়বে।”
তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তিনি যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন, তা অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করে।
এর আগে ৫ আগস্টে রাজনৈতিক অঙ্গনে কিছু অপ্রীতিকর ঘটনার পর সরকার কঠোর অবস্থান নেয় এবং যেকোনো ধরনের অগণতান্ত্রিক তৎপরতা কঠোরভাবে দমন করা হয়। সেই প্রেক্ষাপটে আসিফ মাহমুদের এই বক্তব্যকে একটি বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত

শৃঙ্খলা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর
