গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫


গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর
ফাইল ছবি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। 


মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


চিফ প্রসিকিউটর বলেন, “মোবাইল কোর্টের বিচার আর গণহত্যার বিচার এক নয়। গণহত্যার মতো গুরুতর অপরাধের বিচার সময় নিয়ে এবং পুঙ্খানুপুঙ্খভাবে করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে কোনো সরকার বা আন্তর্জাতিক মহল এই বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সেভাবেই আমরা কাজ করছি।”


তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট একজন সাক্ষী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। বিষয়টি নিয়ে আলোচনার সূত্র ধরে তিনি বলেন, “কে গুলি করেছে সে নয়, বরং কে নির্দেশ দিয়েছে সেই হচ্ছে প্রকৃত আসামি।”


তাজুল ইসলাম বলেন, “তদন্ত সংস্থায় যারা কাজ করছেন, তারা পুলিশের হলেও স্বৈরাচারের দোসর নন। বরং বিগত সরকারের সময় তারা নানা ধরনের বঞ্চনার শিকার ছিলেন। সেখান থেকেই বেছে বেছে আমরা তাদের এই দায়িত্বে এনেছি।”


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। এ সময় জুলাই মাসের অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আলোচনা সভায় শেষে ‘ট্রায়াল অব জুলাই কার্নেজ’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে ১৯৭৫ সালের ঘটনাবলি ও বিচার প্রক্রিয়ার বিবরণ তুলে ধরা হয়।


আরএক্স/