গত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫


গত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শেষ ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।


আরও পড়ুন: শৃঙ্খলা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি


চীনা রাষ্ট্রদূত বলেন, বিগত সরকার বাধা দিলেও এখন সময় এসেছে, তাই তারা (বিএনপি-জামায়াত) পুনরায় যোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছে। তারা এ ধরনের সফর–বিনিময় ও যোগাযোগ পুনঃস্থাপন করতে চায়।


এ সময় বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন হবে- সেটি অভ্যন্তরীণ বিষয়। এ ছাড়া বাংলাদেশে জাতীয় সরকার গঠন হওয়া না হওয়ার বিষয়‌টিও অভ্যন্তরীণ বিষয়।


আরও পড়ুন: ১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ


ইয়াও ওয়েন বলেন, তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের চীন পুরোপুরি প্রস্তুত। এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। 


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন বাংলাদেশি প্রতিনিধিদল চীন সফর করেছে। বিএনপি ও জামায়াত পৃথকভাবে ইতোমধ্যে চীন সফর করেছে। 


এমএল/