শৃঙ্খলা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

শৃঙ্খলার সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
মঙ্গলবার (২৯ জুলাই) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মহাপরিচালক দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে তাকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন অধিদপ্তরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ। এরপর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল দরবার গ্রহণ শুরু করেন।
তিনি সকলকে স্বাগত জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তাঁর সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন। তিনি চাকরিতে শৃঙ্খলা সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি সম্প্রতি মাইলস্টোন উচ্চবিদ্যালয় ও কলেজে বিমান দুর্ঘটনায় নির্মম মৃত্যুর শিকার ও আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ত্বরিত পদক্ষেপসহ চলমান বিভিন্ন অপারেশনাল কাজের প্রশংসা করেন।
একনেকে অতি সম্প্রতি ২০টি ফায়ার স্টেশন নির্মাণ প্রকল্প অনুমোদন, মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিসের আইকনিক সদর দপ্তর ভবন নির্মাণের কাজ শুরু, বদলি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, কর্মকর্তা-কর্মচারীদের আপগ্রেডেশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ, মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকিভাতা ও ড্রাইভারদের অতিরিক্ত খাটুনি ভাতার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন ইত্যাদি চলমান কাজের তথ্য তিনি সকলকে অবহিত করেন।
একই সাথে ব্রি. জে. মুহাম্মদ জাহেদ কামাল আগামীতে কর্মরত থাকাকালীন মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের লেখাপড়া যাতে ব্যাহত না হয় সে জন্য শিক্ষা বৃত্তি এবং ভালো ফলাফল অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পুরস্কার প্রদানের প্রথা চালু করার অভিপ্রায় ব্যক্ত করেন।
মুহাম্মদ জাহেদ কামাল কর্মকর্তা-কর্মচারীদের কোনো অনৈতিক কাজে জড়িত না হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন এবং অনৈতিক ও চাকরি শৃঙ্খলার পরিপন্থী কাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক বদলিসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে অবহিত করেন।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালকগণসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সকল বিভাগের বিভাগীয় উপ-পরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর

হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই, এখনও প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল
