জাতীয় সরকার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কবে হবে, তা পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত "ডিক্যাব টক"-এ অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে কি না, কিংবা জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে—এগুলো সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এসব বিষয়ে চীনের কোনো মন্তব্য করার প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “চীন সবসময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশের জনগণ নিজেরাই ঠিক করবেন তারা কী চান, কীভাবে পরিচালিত হতে চান।”
ডিক্যাব টকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিক্যাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।
রাষ্ট্রদূতের এই মন্তব্যকে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে একটি ভারসাম্যপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান হিসেবেই দেখা হচ্ছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত

শৃঙ্খলা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর
