নির্বাচন যথাসময়েই হবে: আইনমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩২ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩


নির্বাচন যথাসময়েই হবে: আইনমন্ত্রী
নতুন বছর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আইনমন্ত্রী আনিসুল হক- ছবি: সংগৃহীত

বিএনপি যদি জাতীয় নির্বাচন বর্জন করে তাহলে আবারও একতরফা নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, যদি কোনো দল নির্বাচনে না এলে সেটি তাদের দায়িত্ব না।


রবিবার (১ জানুয়ারি) নতুন বছর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন গণতান্ত্রিক দেশের একটি স্বাভাবিক প্রক্রিয়া।


বিএনপির নির্বাচন বর্জন করার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, যদি কোনো দল নির্বাচনে না-আসে, সেটা-তো আমাদের দায়িত্ব না। আমরা আশা করবো, পাঁচ বছর পূর্ণ হওয়ার পর সংবিধানে যে সময়ে নির্বাচন হওয়ার কথা রয়েছে—সেটা ২০২৩ সালের শেষে হোক, কিংবা ২০২৪ সালের প্রথমে—যখন নির্বাচন হবে, আমরা আশা করব সবাই তাতে অংশগ্রহণ করবে।


তিনি বলেন, আমরা সামগ্রিকভাবে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কাজেই এর মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


জামায়াত নিষিদ্ধে কোনো নির্বাহী আদেশ দেয়া যায় কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সেটা আপনারা দেখবেন, ধন্যবাদ।