জাতির পিতার প্রতিকৃতিতে নতুন জনস্বাস্থ্য প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫১ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩
জাতির পিতার প্রতিকৃতিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন শ্রদ্ধা নিবেদন করেছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত প্রকৌশলী মো. সরোয়ার হোসেন রবিবার (১ জানুয়ারি) সচিব বরাবর যোগদান করেছেন।
এরপর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও জাতির পিতাসহ দেশের স্বাধীনতা অর্জনে অবদান রাখা ৩০ লাখ বীর শহীদ ও সম্মানহানি হওয়া দুই লাখ মা-বোনদের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।
এ সময় সরোয়ার হোসেনের সঙ্গে ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) তুষার মোহন সাধু খাঁ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি সম্পদ) মীর আব্দুস সাহিদ, প্রকৌশলী মো. নজরুল ইসলাম মিয়া, প্রকৌশলী বিধান চন্দ্র দে, মোহাম্মদ গোলাম মোক্তাদির, সোহরাব হোসেনসহ অধিদপ্তরের সকল সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষ সরোয়ার হোসেনে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে সকলের সহযোগিতা নিয়ে অধিদপ্তরে উন্নয়নে কাজ করবেন তিনি।
সেখানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহবায়ক ও জনস্বাস্থ্য প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মিয়া ও সদস্য বিধান চন্দ্র দে, জনস্বাস্থ্য প্রকৌশল বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শাহীন, ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতি লিমিটিডের সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি সৈয়দ ইকরামুল হক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি লুৎফর রহমান আকন্দ, জসিম উদ্দিন মন্টু, রহিমা খাতুন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির সভাপতি মো. স্বপন মিয়া, সদস্য সচিব মিলন হোসেন, বাংলাদেশ সরকারি গাড়ী চালক সমিতির সভাপতি জহির ও সাধারণ সম্পাদক মো. আল আমিনুর রহমান, বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।