স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩
না ফেরার দেশে পাড়ি জমালেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন। তিনি দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন।
রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যু বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছেন।
সর্ব সাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আগারগাঁওয়ের বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউটে দুপুরে ১২টা থেকে তার মরদেহ রাখা হবে। বাদ যোহর জানাজা শেষে তার দেহ বিএসএমএমইউ’তে দান করা হবে।
জেবি/এসবি