অবসরে গেলেন ৩ সচিব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩


অবসরে গেলেন ৩ সচিব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন

অবসরে গেলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এছাড়া আরও যুগ্মসচিব পদমর্যাদার দুই কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন।


গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের ৫৯ বছর বয়স পূর্তিতে গতকাল ১ জানুয়ারি থেকে অবসর প্রদান করা হলো।


এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মৃত্যুঞ্জয় সাহাকে আগামী ১৪ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি অনুযায়ী তিনি অবসরকালীন সুবিধাদি পাবেন।


অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) আবু সাঈদ চৌধুরীকে সরকারি চাকরি থেকে অবসর প্রদানের তথ্য জানানো হয় এক প্রজ্ঞাপনে।