১১৫ জন পাচ্ছেন পুলিশ পদক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩


১১৫ জন পাচ্ছেন পুলিশ পদক
বাংলাদেশ পুলিশ

১১৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে। ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়া হবে।


গতকাল রবিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সিরাজুম মুনিরার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৫ পুলিশ সদস্যকে বিপিএম এবং ২৫ জনকে পিপিএম প্রদান করা হবে। 


আগামীকাল ৩ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।