নথি গায়েব: রাজউকের কাছে ব্যাখ্যা চাইলো হাইকোর্ট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১০ এএম, ৩রা জানুয়ারী ২০২৩

রাজউকের সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় সংস্থাটির কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে সংস্থাটির চেয়ারম্যানকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করেন।
এদিকে ২০১৯ সালের মে মাস থেকে আধুনিক পদ্ধতিতেই গ্রাহকদের সেবা দিয়ে আসছিল রাজউক। সম্প্রতি রাজউকের সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদনসংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র গায়েব হয়ে গেছে।