বিএডিসি’র চেয়ারম্যান পদে আব্দুল্লাহ সাজ্জাদের যোগদান
মো. রুবেল হোসেন
প্রকাশ: ০৩:৪৯ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (গ্রেড-১) পদে যোগদান করেছেন আব্দুল্লাহ সাজ্জাদ (এনডিসি)। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আদেশক্রমে বিএডিসি’র চেয়ারম্যান হিসেবে তিনি নিয়োগ পান।
এর আগে আব্দুল্লাহ সাজ্জাদ কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে বীজ অনুবিভাগের মহাপরিচালক (বীজ) হিসেবে কর্মরত ছিলেন। এনডিসি বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ও যুগ্মসচিব হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন আব্দুল্লাহ সাজ্জাদ। এছাড়াও কর্মজীবনে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মাঠ প্রশাসনে জেলা পরিষদে প্রধান নির্বাহী কমকর্তা এবং এডিশনাল কমিশনার হিসেবে কাজ করেন।
জেবি/এসবি