কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠবেন না: ডিবি প্রধান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২১ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩


কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠবেন না: ডিবি প্রধান
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ইদানিং ডিবির নাম ব্যবহার করে অনেককেই তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে নিশ্চিত হবেন।


সোমবার (২ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।


হারুন বলেন, আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসতে চান না। আপনারা আমাদের কাছে আসলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। যারা অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা নিয়েছি। 


এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (মতিঝিল) বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৫ সদস্যকে গ্রেফতার করে।


এর আগে গতকাল রোববার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লিথুয় সুর (২৭), মো. হারুন (৩৮), জোবায়ের হোসেন পারভেজ (২৮), মো. আরিফ হোসেন (২৯) ও খোকন চন্দ্র দেবনাথ (৪২)।


এ সময় তাদের কাছে থেকে ২টি কালো রঙয়ের নোয়া-মাইক্রোবাস, ১টি সাদা রঙয়ের প্রাইভেটকার, ২টি পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট ও ১টি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।