আজিমপুরে চিরনিদ্রায় শায়িত খন্দকার মাহবুব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৯ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩
বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বাদ জোহর রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা এবং হাইকোর্ট প্রাঙ্গণে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।