দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩


দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

দেশের ৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কমে এসেছে। তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আবহাওয়া শাহনাজ সুলতানা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।


এছাড়া দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।


জেবি/এসবি