পুলিশ জনগণের আস্থা অর্জন করেছে: শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে মানুষ পুলিশের কথা শুনলে ভয় পেতো। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করে বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করেছে।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘পুলিশ সব সময় মানুষের পাশে আছে। ২০১৩-১৪-১৫ তে অগ্নিসন্ত্রাসের সময় পুলিশও রেহাই পায়নি। ২৯ জন পুলিশ সদস্য এ সময় মৃত্যুবরণ করেন।
‘তাদের খুব নির্দয়ভাবে হত্যা করেছে বিএনপি-জামায়াত। এভাবে প্রকাশ্য দিবালোকে পুলিশ হত্যার ঘটনা এ দেশে আগে ঘটেনি। পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে এসব রুখে দিয়ে মানুষের জানমাল রক্ষা করেছেন। এ ধরনের জঘন্য ঘটনা যেন আর না ঘটে।’
এর আগে পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা। পরে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার কাজী মইন উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেন।
২০২২ সালে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ ও ২ র্যাব সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২৫ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ দেয়া হয়।