নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, অবসরে কবির বিন আনোয়ার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫১ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩
দায়িত্ব নেওয়ার ৩ সপ্তাহের মাথায় অবসরে গেলেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। তার আসনে নিযুক্ত করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়াকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন। ১৯ দিন দায়িত্ব পালন শেষে কবির বিন আনোয়ার চাকরি থেকে অবসরে যাওয়ায় মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হলো।
জেবি/এসবি