হয়তো ভালো জায়গায় আমাকে দেখতে পারেন: কবির বিন আনোয়ার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৬ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩


হয়তো ভালো জায়গায় আমাকে দেখতে পারেন: কবির বিন আনোয়ার
বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পাবেন বলে মন্তব্য করেছেন, বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।


আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ দিনে অফিসে ঢোকার সময় তিনি এ কথা বলেন।


বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা রুটিন মাফিক পদ্ধতি। এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল।


তিনি বলেন, সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তবে পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পাবেন।


এর আগে সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারায় ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০৪-০১-২০২৩ থেকে ০৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।