ফের বাবা হচ্ছেন জাকারবার্গ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:৫০ এএম, ৪ঠা জানুয়ারী ২০২৩

ফের সন্তানের বাবা হতে যাচ্ছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মেটার নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
রবিবার (১ জানুয়ারি) দেওয়া ওই শুভেচ্ছা বার্তার সঙ্গে একটি সুখবরও দিয়েছেন জাকারবার্গ। ২০২৩ সালে তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট ছবির ক্যাপশনে জাকারবার্গ লিখছেন, ‘শুভ নববর্ষ! ২০২৩ সাল রোমাঞ্চকর ও ভালোবাসায় ভরা হতে যাচ্ছে।’
ছবিতে দেখা যাচ্ছে জাকারবার্গকে স্ত্রী প্রিসিলা চ্যানের বেবি বাম্প স্পর্শ করে থাকতে দেখা গেছে। তাদের দুজনের মুখে হাসি। ২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলার বিয়েহয়। তাদের দুটি কন্যাসন্তান আছে।
জেবি/এসবি