সরকারের প্রত্যাশা পূরণে চেষ্টা করব, নতুন মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৮ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩
চাকরিজীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে দক্ষতা অর্জন করেছি আমি বিশ্বাস করি সেগুলোকে নতুন পদে প্রয়োগ করে আমার কাছে সরকারের যে প্রত্যাশা তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব বলে মন্তব্য করেছেন, নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে সকালেই আমি একটি আদেশ পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। যেটা জারি হয়েছে সে আদেশের মাধ্যমে সরকার আমাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। আমি এজন্য সরকারের প্রতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ওপর আস্থা রাখার জন্য।
এর আগে সকালে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
মাহবুব হোসেন গত বছরের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসাবে যোগদান করেন। তার আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।