গাইবান্ধায় বাতিল হওয়া উপনির্বাচনে ভোট শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩


গাইবান্ধায় বাতিল হওয়া উপনির্বাচনে ভোট শুরু
ভোটগ্রহণ চলছে উপনির্বাচন

অনিয়মের কারণে মাঝপথে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে।


বুধবার (৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।


দুই উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫ ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ ছাড়া নির্বাচনি মাঠে থাকছে, র‌্যাবের ৮টি টিম,৫ প্লাটুন বিজিবি, ৫টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের একটি বোম ডিসপোজাল ইউনিট, ১৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে ৬টি মোবাইল টিম।


সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।


জেবি/এসবি