নতুন বছরে নতুন ফিচার আনলো টুইটার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩


নতুন বছরে নতুন ফিচার আনলো টুইটার
টুইটার

নতুন বছরের শুরুতেই নতুন ফিচার নিয়ে এসেছে ক্ষুদ্র ব্লগিং সাইট টুইটার। ‘নেভিগেশন’ নামের নতুন  এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা টুইটারে নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানতে পারবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক।


টুইটার মালিক জানান, টুইটারের হোম পেজে গেলেই ওপরের ডানদিকের কোণায় একটি ‘তারা’ চিহ্ন দেখা যাবে। সেটাতে ক্লিক করলেই পাল্টে যাবে ট্রেন্ড-টপিক ইত্যাদি। শুধু তাই নয়, আবার সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরনো পছন্দেও। 


তিনি আরও জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলিকে আরও উন্নত করা হবে। কয়েকদিন আগেও নতুন একটি ফিচার এনেছে  টুইটার। এতে ব্যবহারকারীরা তাদের টুইট কতজন দেখেছেন, তা দেখা যাচ্ছে। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ব্লু সাবস্ক্রিপশনও।


জেবি/এসবি