লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩


লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি
মুহাম্মদ রায়ফুল

আবুধাবিতে বছরের প্রথম ‘দ্য বিগ টিকিট’ লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে মুহাম্মদ রায়ফুল নামের এক প্রবাসী বাংলাদেশি প্রথম হয়ে ৩৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১০৫ কোটি টাকা) জিতেছেন।


সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বসবাস করেন রায়ফুল। তিনি গত ১০ ডিসেম্বর অনলাইনে টিকিটটি কিনেছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর খালিজ টাইমসের।


বার্তা সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, রায়ফুল আবুধাবির আল আইনের একটি কোম্পানিতে গাড়ি চালক হিসেবে কর্মরত। তিনি ৯ বছর ধরে এ লটারির টিকিট কিনছেন। তবে এবার যে টিকিটে লটারি জিতেছেন, সেটি তিনি ২০ বন্ধুর সঙ্গে মিলে কিনেছিলেন। 


তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রায়ফুল বলেন, ১২ বছর ধরে আমি সংযুক্ত আরব আমিরাতে আছি। বিশ্বাস করতে পারছি না, আমি এ লটারি জিতেছি। আমি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত।


এই টাকা তিনি কীভাবে খরচ করবেন—জানতে চাইলে জানান, তিনি এখনো কোনো পরিকল্পনা করেননি। রায়ফুল বলেন, আজ রাতে লটারি জয়ের ফোন পাব, তা আমি কখনো ভাবিনি।