তীব্র শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩


তীব্র শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে, যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহওয়া অফিস। বুধবার ( ৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এ প্রসঙ্গে  আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 


তাপমাত্রার বিষয়ে তিনি বলেন, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।


আগামী ৩ দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানআবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।


জেবি/এসবি