‘নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচিত হবে’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৪ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
আজ বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবে। যেহেতু তিনি (আবদুল হামিদ) দুই মেয়াদে থেকেছেন, সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না। তাই নতুন একজন নির্বাচিত হবেন।
বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে তিনি বলেন, আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নিশ্চয়ই না, কোনো মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন জামিন দেওয়া যাবে, দেবেন। আদালত যদি মনে করেন দেওয়া যাবে না, দেবেন না।