ভোটের পরিবেশ খুব সুন্দর: ইসি আনিছুর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৯ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩
গাইবান্ধা-৫ আসনের ভোট ভালো হচ্ছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুব সুন্দর। কিন্তু ভোটারের উপস্থিতি একটু কম বলে মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
বুধবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরা মনিটরিংয়ের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি আনিছ বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ২৫ থেকে ৩০ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়ছে। শীতের কারণে ভোটারের উপস্থিতি কম।
আনিছুর রহমান বলেন, আমরা সবাই মিলে সকাল সাড়ে আটটা থেকে সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হচ্ছে ভালো ভোট হচ্ছে। ভোটের পরিবেশ খুব সুন্দর। এখন পর্যন্ত আমরা কোনো অনিয়ম দেখিনি। ভোটকেন্দ্রের বাইরের পরিস্থিতিও ভালো। ভেতরের পরিস্থিতি ভালো।
এই কমিশনার বলেন, সবাই সুশৃঙ্খলভাবে নির্ধারিত জায়গায় কাজ করছেন। প্রভাব খাটানো, একজনের ভোট অন্যজনকে টিপে দিতে দেখা যায়নি।