রাত থেকে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৯ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩


রাত থেকে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
জাতীয় সংসদ ভবন

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার। অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি। 


ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।


আদেশে বলা হয়েছে আজ বুধবার (৪ জানুয়ারি) রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষেধ করা হয়েছে।


সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।