হজ নিবন্ধন নিয়ে সরকারের সতর্কবার্তা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৫ পিএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


হজ নিবন্ধন নিয়ে সরকারের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের হজযাত্রার প্রাথমিক নিবন্ধন নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নীতিমালা অনুসারে আগামী ১২ অক্টোবরের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার পর আর নিবন্ধনের সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।


মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। পরবর্তীতে হজ প্যাকেজ ঘোষণার পর অবশিষ্ট অর্থ পরিশোধ করে নিবন্ধন চূড়ান্ত করতে হবে।


আরও পড়ুন: কাতারে ইসরায়েলি হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা


মন্ত্রণালয়ের এক সভায় জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবার বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করেছে। এর মধ্যে রয়েছে- ফ্লাইট সিডিউল আগে থেকে চূড়ান্ত করা, বাড়িভাড়া চুক্তি সময়মতো সম্পন্ন করা, কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে জমা দেওয়া এবং মেডিকেল ফিটনেস সনদ ছাড়া হজে অংশগ্রহণ না করা।


সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা [www.hajj.gov.bd](http://www.hajj.gov.bd) ওয়েবসাইট, লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার জন্য অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।


আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ


ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি পর্যায়ের ব্যয় নির্ধারণ ও বিমান ভাড়ার হিসাব শেষ হলে দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে।


এএস