ফের অ্যামাজনের ১৮ হাজার কর্মী ছাঁটাই


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৩


ফের অ্যামাজনের ১৮ হাজার কর্মী ছাঁটাই
অ্যামাজন

ফের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে শীর্ষ ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বুধবার (৪ জানুয়ারি) অনিশ্চিত অর্থনীতির দোহাই দিয়ে  ১৮ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা হয়।


ছাঁটাই প্রসঙ্গে সিইও অ্যান্ডি জেসি বলেন, আমরা জানি ছাঁটাই হওয়া কর্মীদের জীবন কতটা কঠিন হয়ে যায়। আমরাও বিষয়টি হালকাভাবে নিচ্ছি না।


মহামারি করোনাকালে চাহিদা সামলাতে দ্রুত প্রচুর কর্মী  নিয়োগ করেছিল অ্যামাজন। এর আগে নভেম্বরে তারা ১০ হাজার কর্মী ছাঁটাই করে। এবার করছে ১৮ হাজার।


সিইও অ্যান্ডি জেসি  বলেন, নভেম্বরের পর এবার আমরা আরও ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করছি। প্রতিটি কর্মীকে আমরা প্যাকেজ দিচ্ছি। সেপারেশন পেমেন্ট যেমন করা হবে, তেমনই তারা যাতে স্বাস্থ্যবিমার সুযোগ পান, সেটাও দেখা হবে। অন্য চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাদের সাহায্য করা হবে।


তিনি আরও জানান, ১৮ জানুয়ারি থেকে ছাঁটাই শুরু হবে। এরমধ্যে ইউরোপে কিছু ছাঁটাই হবে।


জেবি/এসবি