সিএনজি কেড়ে নিল শিশু শিক্ষার্থীর পা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৮ পিএম, ৫ই জানুয়ারী ২০২৩


সিএনজি কেড়ে নিল শিশু শিক্ষার্থীর পা
আহত শিশু শিক্ষার্থী সুমাইয়া জান্নাত

হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা চালিত সিএনজি কেড়ে নিল এক শিশু শিক্ষার্থীর পা। আহত শিশু শিক্ষার্থী সুমাইয়া জান্নাত (৫) উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউপির (১নম্বর ওয়ার্ড) গাভীগাও গ্রামের দিনমজুর রিকশাচালক আইয়ুব আলীর মেয়ে। 


সে গাভীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা চালিত একটি সিএনজি শিশু শিক্ষার্থী সুমাইয়া জান্নাতের পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় শিশু শিক্ষার্থী সুমাইয়া জান্নাতকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 


পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। বুধবার বিকালে শিশু শিক্ষার্থীর সুমাইয়া জান্নাতের চিকিৎসার জন্য চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা ১১ হাজার টাকা, বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির পক্ষ থেকে ১১ হাজার টাকা এবং সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে ১৪ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা পরিবারের কাছে প্রদান করেছেন। 


দিনমজুর পিতা আইয়ুব আলী বলেন, তার মেয়ে সুমাইয়া জান্নাতের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।


আারএক্স/