পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:৩৩ পিএম, ৭ই জানুয়ারী ২০২৩

সাড়ে ৩ ঘণ্টা পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কিছুটা হালকা হওয়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করা হয়েছে।