ঘাটাইলে বেড়েই চলছে শীতের তীব্রতা, কর্মশুন্য অনেকেই!
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৬ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৩
টাঙ্গাইল ঘাটাইলে গত কয়েক দিন যাবত-ই তাপমাত্রা ক্রমেই নামছে। এতে উপজেলায় শীতের তীব্রতা বেড়ে বিপর্যস্ত হচ্ছে জনজীবন, কর্মশুন্য অবস্থায় দিন কাটাচ্ছে অনেকেই। আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ অবস্থায় কাঠখড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শহর ও গ্রামাঞ্চলের সাধারণ মানুষ।এছাড়াও শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে।
শনিবার (৭ জানুয়ারি) সরেজমিনে ঘাটাইলের পৌরসভাসহ ধলাপাড়া, রসুলপুর, সংগ্রামপুর, দিগর, লক্ষিন্দর ও দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় প্রতিটি এলাকাতেই উত্তরের তীব্র ঠাণ্ডা বাতাস বইছে। শীতের কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না। কেউ কেউ গরম পোশাক পড়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। আবার অনেক-কেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।
উপজেলার ঝড়কা এলাকার বাসিন্দা ভ্যানচালক কামাল হোসেন জানান, "কয়েক দিন যাবত যেমন বাতাস, তেমন ঠাণ্ডা। শীতের কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। তাই আগুন জ্বালিয়ে শরীরটা একটু গরম করার চেষ্টা করছি"।
ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর এলাকার বাসিন্দা ইমরান শিকদার বলেন, "আমি একজন শিক্ষক। এই তীব্র শীতে আমাদের যেমন সমস্যা হচ্ছে, ছাত্র-ছাত্রীদেরও বিদ্যালয়ে আসতে অনেক কষ্ট হচ্ছে"।
দেওপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের কৃষক দুলাল হোসেন বলেন, "কয়েক দিন পর বোরো মৌসুম শুরু হবে। তার আগে ক্ষেতে কিছু কাজ থাকে। শীতের কারণে সেই কাজ টুকুও করতে পারছি না। শীতের দিনে না খেয়ে থাকা যায়। কিন্তু গরম কাপড় বা আগুন ছাড়া থাকা যায় না। রাতদিন আমরা আগুনের পাশেই বসে থাকি"।
টাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, "দিনদিন টাঙ্গাইলের তাপমাত্রা কমছে। আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও কমবে। এছাড়াও এ অবস্থা আরও কয়েক দিন থাকবে"।