তালাবদ্ধ ঘরে মা-ছেলের মরদেহ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১১ এএম, ৮ই জানুয়ারী ২০২৩

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা-ছলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতেরা হলেন, পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের সিরাজ মিয়ার মেয়ে ও মুন্সীগঞ্জের বিক্রমপুর থানার ঝুমন মিয়ার স্ত্রী রুবিনা (২২)। নিহত রুবিনার ছেলে জিহাদ (৪)।
নিহত রুবিনার বাবা সিরাজ মিয়া জানান, ৫ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা একসঙ্গে রুবিবার নিজ বাড়িতে বসবাস করে আসছিল। হঠাৎ করে ৪ দিন আগে রুবিনা ও তার ছেলে নিখোঁজ হয়ে যায়। স্বজনরা তাদের খোঁজ করলে ঘর ও গেটে তাল দেওয়া অবস্থায় দেখতে পায়। এ অবস্থায় রুবিনার বোন সেলিনা শনিবার বিকেলে ওই ঘরের তালা ভেঙে মা ও ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক আমজাদ হোসেন। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেবি/এসবি