Logo

আগামী নির্বাচন ব্যালট পেপারে করার প্রস্তুতি নিতে হবে: ইসি রাশেদা

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারী, ২০২৩, ১৩:২৩
25Shares
আগামী নির্বাচন ব্যালট পেপারে করার প্রস্তুতি নিতে হবে: ইসি রাশেদা
ছবি: সংগৃহীত

ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে ব্যালট পদ্ধতি অবলম্বন করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা

বিজ্ঞাপন

জানুয়ারির মধ্যে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে ব্যালট পদ্ধতি অবলম্বন করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে করার প্রস্তুতি নিতে হবে। ইভিএমের নতুন প্রকল্প সঠিক সময়ে হলে ভালো।

রবিবার (৮ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইসি রাশেদা বলেন, ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে ১৫০ আসনে এই যন্ত্র ব্যবহার করা যাবে না। ইভিএম প্রকল্প খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এটা আসলে খুব বেশি এগোয়নি। প্রকল্পের অর্থ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করব বলে আমরা বলেছিলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, এসব বিষয়ে নীতি নির্ধারকদের সঙ্গে কথা হয়নি। এটার রীতিও নেই। ইসি হয়তো সচিবালয়ের সঙ্গে কথা বলবে। আমাদের সক্ষমতা যা আছে তাই করব। আমার জানা মতে, ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহার করার মতো আমাদের সক্ষমতা আছে।

এই নির্বাচন কমিশনার বলেন, আরপিও বিল আকারে রেডি করছে। সবকিছু যাচাই-বাছাই করে আমাদের কাছে পাঠাবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD