ইসি গঠনে সব দলের মতামত চাওয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নতুন
নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে মতামত চাওয়া হবে। এছাড়া সুশীল
সমাজ ও সাংবাদিকদের সঙ্গে আগামী শনিবার ও রবিবার বৈঠকে বসবে সার্চ কমিটি।
রবিবার
(৬ ফেব্রুয়ারি) রাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের
এ কথা জানান কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল
ইসলাম।
তিনি
বলেন, বিশিষ্টজনদের সঙ্গে আগামী শনিবার (২টি) ও রোববার (১টি) মোট ৩টি বৈঠক করবে সার্চ
কমিটি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত ও নাম চেয়ে আজই ই-মেইল করা হবে। তাদের সঙ্গে
সামনাসামনি কোনো বৈঠক হবে না।
আগামী
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আশাবাদ
ব্যক্ত করেন যে, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা যাবে।
এর
আগে আজ বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন সার্চ কমিটির সদস্যরা।
কমিটির
সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে সার্চ কমিটির এই বৈঠকে উপস্থিত
ছিলেন কমিটির অন্য পাঁচ সদস্য সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম
কুদ্দুস জামান, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, মহা হিসাব নিয়ন্ত্রক
ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন,
কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
কমিটির
সদস্যেদের বাইরে এই বৈঠকে একমাত্র উপস্থিত ছিলেন কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
ওআ/