ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আড়াই ঘন্টা আটকে ছিলো লাশ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩
টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত ও আজাদুল ইসলাম নামে অপর এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০জানুয়ারি) ভোর ছয়টার দিকে উপজেলার হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আ: জলিল শেরপুরের নালিতাবাড়ি উপজপলার বনগাঁও হতিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, টাঙ্গাইল -ময়মনসিংহ মহাসড়কে ভোরের দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে মধুপুরের দিকে এবং বিপরীত দিক থেকে বালু বোঝাই আরেকটি ট্রাক উপজেলার হরিপুর নামক স্থানে পৌছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে আ: জলিল নামে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত ও অপর চালক আজাদুল ইসলাম গুরুতর আহত হয়। পরে, স্থানীদের সহায়তায় আহত চালককে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া গেলেও দুমড়েমুচরে যাওয়ার কারনে নিহত চালককে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে আটটার দিকে ট্রাকের ভিতর থেকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইন বকেন জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরএক্স/