সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। রাতভর কনকনে শীতের সঙ্গে বৃষ্টির মতো পড়েছে কুয়াশা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ সেলসিয়াস। এ ছাড়া রংপুরে ১০ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৪, ডিমলায় ৯ দশমিক ৬, নওগাঁয় ১০, রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বর্তমানে রংপুর বিভাগসহ দেশের আরো কিছু কিছু স্থানের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী দুদিনের মধ্যে সারা দেশে তাপমাত্রা সামান্য কিছুটা বাড়তে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

ওআ/