ডিসেম্বরের মধ্যে সবার টিকাদান সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ডিসেম্বরের মধ্যে সবার টিকাদান সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর নাগাদ বুস্টার ডোজসহ লক্ষ্যমাত্রা অনুযায়ী সবার করোনাভাইরাসের টিকাদান সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পরিপূর্ণ ডোজ পাবে।

তিনি বলেন, টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি, শিক্ষার্থীদের দেড় কোটির মতো টিকা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনার সব টিকাই কার্যকর। যে টিকা পাওয়া যাবে, সেটা নিতে হবে।

মন্ত্রী বলেন, ‘হাসপাতালে রোগীর সংখ্যা এখন আড়াই হাজারের মতো। টিকা নেয়ার কারণে মৃত্যুর হার সেভাবে বাড়েনি।

টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের ৭০ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে। টার্গেটেড পিপলের ৮২ শতাংশকে টিকা দেয়া হয়েছে।

ওআ/