বিজ্ঞাপন প্রচারে আরও কঠোর হলো মেটা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩


বিজ্ঞাপন প্রচারে আরও কঠোর হলো মেটা
মেটা

ক্ষতির কারণ হতে পারে এমন বিজ্ঞাপন প্রচারে কঠোর হলো বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট মেটা। ১৮ বছরের নিচে যাদের বয়স, তাদের লক্ষ্য করে বানানো বিজ্ঞাপনের বিষয়ে সম্প্রতি আরও বিধিনিষেধ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।


এখন থেকে মেটার অঙ্গ প্রতিষ্ঠান ফেসবুক ও ইনস্টাগ্রামের মার্কেটাররা জেন্ডারভিত্তিক কম বয়সীদের শনাক্ত করতে পারবে না। এছাড়া কম বয়সী ব্যবহারকারীরা আরও নিয়ন্ত্রণ পাবে।


যদিও এখনো কোনো নির্দিষ্ট বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনকে হাইড করে দিতে পারে। তবে এরপর থেকে তারা কোনো ধরনের বিজ্ঞাপনের প্রচারকে কমিয়ে দিতে পারবে।


বিধিনিষেধ প্রসঙ্গে সংবাদমাধ্যম এনগেজেট জানায়, মেটা ধীরে ধীরে কম বয়সীদের ব্যাপারে কঠোড় অবস্থানে যাচ্ছে। আর চলতি সপ্তাহে বড় দুটি পরিবর্তন আনলো।  মেটা। 


এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি এনেছে প্রাতিষ্ঠানটি। যেখানে বৈষম্যমূলক বিজ্ঞাপন বণ্টন কমিয়ে আনা হবে। মার্কিন সরকারের চাপে ফেসবুক জাতি, লিঙ্গ এবং অন্যান্য সুরক্ষিত শ্রেণিভিত্তিক টার্গেট বিজ্ঞাপনের বিষয়ে তারা কাজ করে।


জেবি/এসবি