শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩
গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের নয়নপুর এলাকায় একটি স্পিনিং মিলে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার ( ১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের নয়নপুর এলাকায় সেঞ্চুরি স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, ‘কারখানার ভেতরে সাদা ধোঁয়া ছড়িয়ে পড়লে চোখে মুখে কিছু দেখতে না পেলে শ্রমিকেরা দৌড়াদৌড়ি করে কারখানা থেকে বের হতে শুরু করেন। আস্তে আস্তে আগুনের তীব্রতা বাড়তে থাকে। হাসিনা নামের একজন নারী শ্রমিক জানান, ফ্লোরের সব শ্রমিক নিরাপদে বের হতে পেরেছেন, ফ্যাক্টরি ভেতরে অন্য কোন ফ্লোরের শ্রমিকরা নিরাপদে বের হতে পারছে কিনা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। সেঞ্চুরি স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার মঞ্জুর মোর্শেদ জানান, তুলা এবং অনেক মেশিন আগুন পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ১ কোটি টাকার ।
সেঞ্চুরি স্পিনিং মিলের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আজাদুর রহমান বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। কারখানার তুলার গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আস্তে আস্তে আগুন কারখানার অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। তবে কারখানার সব শ্রমিক নিরাপদে বের হতে পেরেছে।’
তিনি আরও বলেন, ‘একটি মেশিনের আগুনের ফুলকি তুলার গুদামে পড়লে আগুনের সূত্রপাত হয়।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।
জেবি/এসবি